৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রদল-এনসিপি সমাবেশ নিয়ে টানাপোড়েন

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৭:৫২:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৭:৫২:৪১ পূর্বাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। একই দিনে একই স্থানে সমাবেশের পরিকল্পনা করেছে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। শহীদ মিনারে প্রোগ্রামের জন্য ছাত্রদল আগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে, তবে এনসিপি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি এবং এ বিষয়ে দুই দলের মধ্যে টানাপোড়েন চলছে।
 

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানিয়েছেন, বিষয়টির সমাধানে আলোচনা চলছে এবং আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য, গত ৩০ জুন রাতে ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে, যা জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়।
 

অন্যদিকে, ২৯ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারা ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবেন। তবে এখনও পর্যন্ত দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুষ্ঠান আয়োজনের অনুমতি পায়নি।
 

এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, "জায়গা ম্যানেজ হয়েছে কি না এখনো নিশ্চিত নই। আমাদের পার্টির পক্ষ থেকে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে। সারাদেশের ৬৪ জেলা থেকে লোক সমাগম হবে এই সমাবেশে, যা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-র সমাপ্তি অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হবে।"
 

ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, এনসিপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মঙ্গলবার রাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এনসিপিকে জায়গা ছাড়া হবে কি না, তা আজকের সংবাদ সম্মেলনে জানানো হবে।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ বলেন, "ছাত্রদল আগে আবেদন করায় তাদের অনুমতি দেওয়া হয়েছে। এনসিপি নেতাদের জানিয়েছি, তারা চাইলে ছাত্রদলের সঙ্গে সমঝোতা করতে পারেন।"

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]