যুদ্ধ থামানোর ‘শেষ সময়’ ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার বোমায় ছিন্নভিন্ন ইউক্রেন

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:০৭:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:০৭:৩৩ পূর্বাহ্ন

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাপোরিঝিয়ায় একটি কারাগারে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানানো হয়।

সোমবার রাতে চালানো ওই হামলায় কারাগারের একাধিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাসাবাড়িও। একই সময় রাজধানী কিয়েভেও রুশ ড্রোন হামলায় আহত হন অন্তত ৮ জন, যাদের মধ্যে রয়েছে শিশুও।

রুশ সেনাবাহিনী দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব আক্রমণ চালিয়েছে। এর মধ্যে স্তারো-কোস্তিয়ান-তিনিভে রাতভর ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়। তবে ইউক্রেন জানিয়েছে, তারা ৩০০-এর বেশি ড্রোন ও মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে, চলমান যুদ্ধে সমাধানসূত্র না পাওয়ায় রাশিয়ার প্রতি কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য ১০ থেকে ১২ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না এলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]