“দুটোই জঘন্য, কিন্তু তুলনা ঠিক হয়নি”—বিতর্কের পর অবস্থান স্পষ্ট করলেন আসিফ নজরুল

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৩৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৩৩:৩১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে এক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা যেসব অপরাধ করেছে, তা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অপরাধকেও ছাড়িয়ে যেতে পারে।

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার নৃশংসতার তুলনা পাকিস্তানি বাহিনীর সঙ্গে করা ঠিক হয়নি। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনার নেতৃত্বে যেসব ঘটনা ঘটেছে, তা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে, তবে তার সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুলনা দেওয়া উচিত হয়নি।

আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনা লাশ-আহতকে আগুনে পুড়িয়ে দেওয়া, নারী ও শিশুহত্যা, হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া, ও হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশ দিয়েছেন—যা যুদ্ধকালীন সময়েও আন্তর্জাতিক আইন অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

তবে তিনি স্পষ্ট করেন, এ মন্তব্যের মাধ্যমে কারও মনে হয়ে থাকলে যে, তিনি পাকিস্তানি বাহিনীর ১৯৭১ সালের গণহত্যাকে লঘু করে দেখাতে চেয়েছেন—সে ধারণা ভুল এবং এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]