
আগামী অক্টোবর থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব প্লাটফর্মে রাজনৈতিক, নির্বাচন ও সামাজিক ইস্যুভিত্তিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে মেটা।
এ সিদ্ধান্তের জন্য প্রতিষ্ঠানটি ইইউর নতুন আইন ট্রান্সপারেন্সি অ্যান্ড টার্গেটিং অব পলিটিক্যাল অ্যাডভার্টাইজিংকে (টিটিপিএ) দায়ী করছে। এ আইন অনুযায়ী, রাজনৈতিক বিজ্ঞাপন কোনটি, কে অর্থ দিচ্ছে, খরচ কত তা স্পষ্টভাবে জানাতে হবে। নিয়ম ভঙ্গ করলে কোম্পানিগুলোকে বার্ষিক বৈশ্বিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করার সুযোগ রাখা হয়েছে।
এ সিদ্ধান্তের জন্য প্রতিষ্ঠানটি ইইউর নতুন আইন ট্রান্সপারেন্সি অ্যান্ড টার্গেটিং অব পলিটিক্যাল অ্যাডভার্টাইজিংকে (টিটিপিএ) দায়ী করছে। এ আইন অনুযায়ী, রাজনৈতিক বিজ্ঞাপন কোনটি, কে অর্থ দিচ্ছে, খরচ কত তা স্পষ্টভাবে জানাতে হবে। নিয়ম ভঙ্গ করলে কোম্পানিগুলোকে বার্ষিক বৈশ্বিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করার সুযোগ রাখা হয়েছে।
মেটার দাবি, নতুন এ আইন তাদের কাজের ক্ষেত্রে সমস্যা এবং আইনি জটিলতা সৃষ্টি করছে।
তথ্যসূত্র : এনগ্যাজেট
তথ্যসূত্র : এনগ্যাজেট