চীনে টানা বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:৫৭:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:৫৭:০৫ পূর্বাহ্ন

চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জন মিয়ুন জেলায় এবং ২ জন ইয়ানচিং জেলায়।
 

সিনহুয়ার বরাতে জানা যায়, শহরের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতে এই প্রাণহানি ঘটে। বেইজিংয়ের উত্তরে কিছু এলাকায় ৫৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১৩৬টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বহু রাস্তা ক্ষতিগ্রস্ত। বেইজিংয়ের মিয়ুন জেলার একটি জলাধার পানি ধারণক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছালে পানি ছেড়ে দেওয়া হয়। এতে নিচু এলাকাগুলোতে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
 

প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে; বন্ধ রাখা হয়েছে স্কুল, নির্মাণকাজ ও পর্যটন।
 

এদিকে, বেইজিংয়ের দক্ষিণে হেবেই প্রদেশে ভূমিধসে ৪ জন নিহত এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]