টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:৪২:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:৪২:১১ পূর্বাহ্ন

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৫-০ ব্যবধানে জিতেছে অজিরা। টি-টোয়েন্টিতে এটাই প্রথম অস্ট্রেলিয়ার ৫-০ ব্যবধানে সিরিজ জয়।

 

সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অজিদের বোলিং তোপে ১৯.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। জবাবে ৩ ওভার ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মার্শের দল।


টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এরপর রাদারফোর্ড ও হেটমায়ার স্বাগতিকদের রানের গতি বাড়ায়। রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রানে ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন। আর শিমরন হেটমায়ার ৩১ বলে করেন দলীয় সর্বোচ্চ ৫২ রান। শেষ দিনে জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা বলার মতো রান করতে পারেনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]