
গণতান্ত্রিক পদ্ধতিই একমাত্র বৈধ পথ—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দায়িত্ব হস্তান্তর হবে কেবল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই। কে ক্ষমতায় আসছে, তা বিষয় নয়—প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও সতর্ক করে বলেন, “গণতন্ত্রবিরোধী কোনো পথ, ক্ষমতা দখলের ষড়যন্ত্র বা ফন্দি-ফিকির ৫ আগস্টের মতোই জনগণের প্রতিরোধে ব্যর্থ হবে।”
উল্লেখ্য, উপদেষ্টা আসিফ মাহমুদের এই বক্তব্যটি সামনে এসেছে যখন বিভিন্ন মহলে রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। তাঁর এই বক্তব্য দায়িত্ব হস্তান্তরের স্বচ্ছ ও সাংবিধানিক প্রক্রিয়ার পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।