জুলাইয়ের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২১০ কোটি ডলার

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন

চলতি মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২০৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

 
 
তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৯০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫৭ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৩.৬০ শতাংশ।
 
এছাড়া গত ২৭ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স।
 
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]