৯ মাসেই হাফেজ কুমিল্লার ৯ বছরের গালিব

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১০:১৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৪৯:২৩ অপরাহ্ন
মাত্র নয় মাসে হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু। সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআনে কারিমের হেফজ সম্পন্ন করে।
 
ছোট্ট শিশুর নাম উসমান খন্দকার গালিব। সে কুমিল্লা মহানগরের নূরপুর খন্দকার বাড়ির মোহাম্মদ হাবিব খন্দকারের ছেলে।
 
 
কুমিল্লা মহানগরের ছাতিপট্টি মসজিদের বিপরীত পাশে রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী গালিব। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।
 
এ প্রসঙ্গে তার শিক্ষক ও রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির মোহতামিম হাফেজ মাওলানা সুলাইমান সরকার বলেন, ‘গালিব খুব অল্পসময়ে হেফজ সম্পন্ন করেছে। এতে আমরা মাদরাসার সকলেই খুব আনন্দিত।’
 
তিনি উসমান খন্দকার গালিবের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 
রিয়াদুল কোরআনের হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও সহকারী শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ বলেন, উসমান খন্দকার গালিব অত্যন্ত মেধাবী ও নম্র ভদ্র একজন ছাত্র। তার আন্তরিক প্রচেষ্টা, তাকে নিয়ে বাবা-মায়ের মেহনত ও উস্তাদদের পরিশ্রমের যৌথ ফলাফল এই অল্প সময়ে গালিবের হাফেজ হওয়া। আমরা তার আলোকিত ভবিষ্যত কামনা করছি।
 
উসমান খন্দকার গালিব ভবিষ্যতে বড় আলেম ও দ্বীনের দাঈ হতে চায় এবং দেশ-বিদেশে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে চায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]