জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক!

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:০৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:০৭:১৩ অপরাহ্ন
চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে ১৯৩ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ে দেশের ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন, একটি বিশেষায়িত, চারটি বেসরকারি ও তিনটি বিদেশি ব্যাংক রয়েছে।
 
রেমিট্যান্স শূন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক।
 
বিদেশি খাতের যেসব ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি সেগুলো হলো—হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
 
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ১–৫ জুলাই এসেছে ৪১ কোটি ৬ লাখ ৯০ হাজার ডলার, ৬–১২ জুলাই এসেছে ৬৫ কোটি ৯৮ লাখ ২০ হাজার ডলার, ১৩–১৯ জুলাই এসেছে ৪৫ কোটি ১৮ লাখ ডলার এবং ২০–২৬ জুলাই এসেছে ৪১ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
 
এদিকে, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]