গুলশানের চাঁদাবাজদের ধরেছি, কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৬:৪৯ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গুলশানের চাঁদাবাজদের আটক করা হয়েছে এবং তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “চাঁদাবাজের পরিচয় একটাই—সে একজন চাঁদাবাজ। যত প্রভাবশালীই হোক, রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় এখানে গ্রহণযোগ্য নয়।”
 

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে এবং তা চলবে নির্বাচনের আগ পর্যন্ত। আরও বলেন, এসপি ও ওসি বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। মাদকবিরোধী অভিযানের বিষয়েও তিনি জানান, মাদক পরিবহনে যারা ধরা পড়ছে, তারা মূল গডফাদার নয়। গডফাদারদের ধরতে অভিযান আরও জোরদার করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]