কুষ্টিয়ায় জুট মিলে আগুন, ১৫ ঘণ্টা ধরে চলছে নির্বাপণ

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫২:৩৯ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় আল আমিন জুট মিলস্ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্বাপণের কাজ। এখনও থেমে থেমে জ্বলছে আগুন। 

গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ এবং নির্বাহী পরিচালক মো. আল-আমিন। 

 
 

প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. সাদিকুর রহমান বলেন, ‘রাতে জুট মিলের প্রোডাকশন ফ্লোরের পাশের গোডাউনে আগুন লাগে। ধারণা করছি, প্রোডাকশন ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিমিষেই আগুনে পুড়ে যায় গোডাউন থাকা বাছাইকৃত পাট ও কাঁচামাল, মেশিনারিজ ও রপ্তানির জন্য প্রস্তুতকৃত পণ্যসামগ্রী।’

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. আল আমিন জানান, এখনও থেমে থেমে আগুন জ্বলছে। ১৪ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। 

 

 


ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শরিফুল ইসলাম জানান, জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার রাত ১২টা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আগুন রাত ৩টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে মাঝে মাঝে এখনো আগুন জ্বলছে, বিধায় তা নির্বাপণের জন্য আমাদের টিম ১৫ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছে।’

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]