গাজার শিশুদের মৃত্যু নিয়ে শায়খ আহমাদুল্লাহর হৃদয়বিদারক আর্তনাদ

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫১:০৩ অপরাহ্ন

ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ গাজার শিশুদের ক্ষুধায় মৃত্যুকে মানবতার চরম অবমাননা হিসেবে আখ্যা দিয়ে বলেন, "আমাদের সন্তানদের একবেলার ক্ষুধায়ই আমরা কাতর হয়ে পড়ি, অথচ গাজার লক্ষ শিশুকে দিনের পর দিন অনাহারে তিলে তিলে মরতে হচ্ছে।"
 

তিনি বলেন, এই কৃত্রিম দুর্ভিক্ষ একটি মানবতাবিরোধী হত্যাকাণ্ড, যেখানে আরববিশ্ব, জাতিসংঘ ও বিশ্বনেতারা নীরব দর্শক। শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, "বিশ্বের এই বিপুল খাদ্য উৎপাদনের সময়েও যদি একটি ভূখণ্ডে শিশুদের না খাইয়ে মারা যেতে হয়, তবে তা সভ্যতার মুখে চরম চপেটাঘাত।"

তিনি আল্লাহর কাছে দোয়া করেন: "হে আল্লাহ! যারা গাজার শিশুদের এই পরিস্থিতির জন্য দায়ী, তাদের দ্বিগুণ শাস্তি দান করো।" তার এই বক্তব্য বিশ্বমঞ্চে মানবিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এক জোরালো সতর্কবার্তা হিসেবে প্রতিধ্বনিত হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]