নিউইয়র্ক সিটিতে বিপজ্জনক আবহাওয়ার সতর্কবার্তা

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৬:৫২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৬:৫২:০১ অপরাহ্ন
ফেডারেল সংস্থাটি সোমবার ও মঙ্গলবারের জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে, নগরে তাপমাত্রা উঠতে পারে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।
 
নিউইয়র্ক সিটিতে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার আরেকটি পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এনডব্লিউএস।
 
ফেডারেল সংস্থাটি সোমবার ও মঙ্গলবারের জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে, নগরে তাপমাত্রা উঠতে পারে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।
 
নিউইয়র্ক সিটির জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।’
 
এনডব্লিউএসের বরাতে এনবিসি নিউজের খবরে জানানো হয়, যারা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নেই, যাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত জটিলতা আছে এবং যারা বাইরে কাজ করেন, সেসব মানুষ আছেন সবচেয়ে ঝুঁকিতে।
 
ফেডারেল সংস্থাটি এলাকাভিত্তিক পূর্বাভাসে জানায়, তাপপ্রবাহ রবিবার রাতে বইতে শুরু করে সোমবার সকালের শুরুর দিক নাগাদ বহাল থাকতে পারে। এটি অব্যাহত থাকতে পারে কমপক্ষে বুধবার নাগাদ।
 
নিউজার্সি, কানেকটিকাট, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের জন্যও তাপমাত্রার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় এনডব্লিউএস।
 
ফিলাডেলফিয়ার কাছে সাউথ জার্সিতে তাপমাত্রা উঠতে পারে ১০০ থেকে ১০৫ ডিগ্রিতে। ক্ষেত্রবিশেষে এর বেশিও হতে পারে এ তাপমাত্রা। এ ছাড়া বোস্টনের তাপমাত্রা ছাড়াতে পারে ৯০ ডিগ্রি।
 
এনডব্লিউএসের পূর্বাভাসে উল্লেখ করা হয়, বুধবার রাত থেকে শীতল আবহাওয়া শুরু হতে পারে, যার সঙ্গী হতে পারে বৃষ্টি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]