ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৪:০২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৪:০২:৩৪ অপরাহ্ন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাজারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার নিরাপত্তারক্ষীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
 
সোমবার (২৮ জুলাই) ব্যাংককের জনপ্রিয় ‘অর তো কো’ বাজারে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পর্যটকদের কাছে পরিচিত চাতুচাক মার্কেটের খুব কাছেই।
 
ব্যাংককের ব্যাং সু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, ‘পুলিশ হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এটিকে গণহত্যা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।’
 
তিনি জানান, হামলাকারী গুলির পর নিজেই নিজেকে গুলি করেন। এতে তারও মৃত্যু হয়য়। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাতের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
 
ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তারক্ষী এবং একজন নারী।
 
স্থানীয় হাসপাতাল তত্ত্বাবধানকারী সংস্থা ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানায়, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন।
 
থাইল্যান্ডে গণহত্যা বা বন্দুক হামলার ঘটনা বিরল নয়। দেশটিতে অস্ত্র আইন শিথিল হওয়ায় আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় এ ধরনের সহিংসতা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]