জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত অন্তত ৫০

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৮:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৮:২৮ পূর্বাহ্ন

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাডেন-ভুরটেমবার্গ রাজ্যের রিডলিঙ্গেন শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত এবং আরও অনেক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায়, একটি বনাঞ্চল এলাকায়। খবর এনডিটিভির।
 

ট্রেনটি সিগমারিংগেন থেকে উলম শহরের দিকে যাচ্ছিল এবং এতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে চারজনের মৃত্যুর খবর জানানো হলেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়।
 

জার্মান রেল অপারেটর ‘ডয়চে বাহন’ দুর্ঘটনায় একাধিক মৃত্যুর পাশাপাশি বহু যাত্রীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অজানা কারণে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্যাবলয়েড ‘বিল্ড’ জানিয়েছে, অন্তত ৫০ জন আহত হয়েছেন।
 

তবে কর্তৃপক্ষ আহতদের নির্দিষ্ট সংখ্যা ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং সতর্কতামূলকভাবে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
 

জার্মান গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে ভারী ঝড়ের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং সেটিই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, হলুদ ও ধূসর রঙের ট্রেনের বগিগুলো লাইনের পাশে উল্টে পড়ে আছে এবং উদ্ধারকর্মীরা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
 

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন বলে উল্লেখ করেন। তিনি জরুরি পরিষেবাগুলোর জন্য সর্বোচ্চ সহায়তার নির্দেশও দিয়েছেন।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]