নিরাপত্তা উদ্বেগে আরবাইন উপলক্ষে পাকিস্তানি তীর্থযাত্রীদের সড়কপথে ভ্রমণ নিষিদ্ধ

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন

চলতি বছরে আরবাইন উপলক্ষে পাকিস্তানি তীর্থযাত্রীদের সড়কপথে ইরান ও ইরাক ভ্রমণের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। রোববার (২৭ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নকভি বলেন, “জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেলুচিস্তান সরকার ও নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছে।
 

তবে আকাশপথে তীর্থযাত্রার অনুমতি বহাল থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন যাতে তীর্থযাত্রীরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।
 

প্রতিবছর প্রায় ৭ লাখ পাকিস্তানি আরবাইন উপলক্ষে কারবালায় হজরত ইমাম হুসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে অংশ নিতে ইরাকে যান।
 

এর আগে মে মাসে পাকিস্তান ও ইরান সিদ্ধান্ত নেয় যে মুহাররম ও সফর মাসে সীমান্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে। পাশাপাশি, ফ্লাইট সংখ্যা বাড়ানো ও সমুদ্রপথে ভ্রমণের ব্যবস্থার কথাও বিবেচনায় ছিল।
 

ইরান জানিয়েছে, এবারের তীর্থ মৌসুমে মাশহাদে প্রায় ৫ হাজার পাকিস্তানি তীর্থযাত্রীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করা হবে।
 

উল্লেখ্য, ২০২১ সাল থেকে পাকিস্তানের বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে জঙ্গি হামলা বেড়ে গেছে। এই প্রেক্ষাপটেই আরবাইন উপলক্ষে সড়কপথে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হলো।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]