গাজা সংকট ও আফগান শরণার্থী ইস্যুতে তালেবান-ইরান কূটনৈতিক ফোনালাপ

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৭ জুলাই) এই ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও গাজা সংকট নিয়ে আলোচনা হয়।
 

ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী গাজায় চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকের প্রস্তাব দেন। তিনি বলেন, ফিলিস্তিন সংকটের সমাধানে মুসলিম দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
 

এ সময় আফগান শরণার্থীদের মর্যাদা ও অধিকার অক্ষুণ্ন রেখে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়েও ইরানের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন আরাগচি।
 

অন্যদিকে, আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি গাজার ভয়াবহ মানবিক অবস্থা তুলে ধরে মুসলিম দেশগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যামূলক আগ্রাসন বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
 

এছাড়া, আফগান নাগরিকদের মর্যাদার সঙ্গে স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ প্রক্রিয়ায় মানবিকতা ও সম্মান বজায় রাখার ওপর জোর দেন।
 

ফোনালাপটি দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং চলমান সংকট নিরসনে ইসলামি ঐক্যের প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]