
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটারের অনুপস্থিতি দীর্ঘদিনের। তবে এবার সেই ধারায় পরিবর্তন আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ফের বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে তারা। ২০০০ সালের দিকে যে নিয়ম চালু ছিল, সেটিতেই ফেরার চিন্তাভাবনা চলছে।
এ প্রসঙ্গে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন বলেন, “আমরা প্রস্তাব দেব—একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।” প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এনসিএলের এবারের আসর অক্টোবরে মাঠে গড়াতে পারে। তার আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এনসিএল টি-২০’র আসর, তিনটি ভেন্যুতে। ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তবে জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতির কারণে এ টুর্নামেন্টে থাকবে নতুন মুখদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। একই সময়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি নিয়েও মত দিয়েছেন মিনহাজুল। তাঁর মতে, “বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা দল নিয়ে বেশিরভাগ ম্যাচ খেলানো দরকার। তবে ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত রাখাও জরুরি।” তিনি জোর করে চাপিয়ে দেওয়ার পরিবর্তে ক্রিকেটারদের মানসিক বিশ্রামের ওপর গুরুত্ব দিয়েছেন।
সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ও পরিকল্পনার ইঙ্গিত মিলছে বিসিবির পক্ষ থেকে।