আয়াতুল্লাহ খামেনিকে আবারও হত্যার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নতুন করে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরাইলের র‌্যামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এই হুমকি দেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


কাৎজ বলেন, “আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই: যদি আপনি ইসরাইলকে হুমকি দিতে থাকেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে—এবার আগের চেয়ে আরও শক্তিশালীভাবে—এবং আপনি ব্যক্তিগতভাবে আমাদের লক্ষ্যবস্তু হবেন।”

তবে ইসরাইলের এমন হুমকির পর এখনও ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


এর আগে গত ২৬ জুন ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কাৎজ বলেছিলেন, ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল তাদের। তিনি বলেন, “আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম। যদি আমরা তাকে দেখতে পেতাম, তাহলে আমরা তাকে শেষ করে দিতাম।”


গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইসরাইল। জবাবে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাত তীব্র হলে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। অবশেষে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]