চাঁদাবাজি বরদাশত নয়, বিএনপির নাম ব্যবহার করলেও ছাড় নেই: আমিনুল হক

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:১১:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:১১:৪৬ পূর্বাহ্ন

চাঁদাবাজি যেই করুক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—even যদি সে বিএনপির নাম ব্যবহার করে—মর্মে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
 

শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর হোপ মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে চাঁদা দাবি করে, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

তিনি অভিযোগ করেন, “পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিএনপি কখনোই এ ধরনের অপকর্ম বরদাশত করবে না।”
 

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতি পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”
 

ব্যবসায়ীদের আশ্বস্ত করে আমিনুল হক বলেন, “আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন, আমরা ক্ষমতায় এলে আপনাদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ করব যাতে নিরাপদে ব্যবসা চালিয়ে যেতে পারেন।”
 

পরে বিকেলে একই ওয়ার্ডে জাতীয় মুকুল ফৌজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।
 

সভাগুলোর সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজু এবং যুবদল পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, যুবদল নেতা নূর সালাম, গোলাম কিবরিয়া, ছাত্রদল নেতা সোহেল হাসান ও খোরশেদ ইসলাম নীরব প্রমুখ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]