
যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগ মুহূর্তে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন ও সিবিসি নিউজ।
ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, ল্যান্ডিং গিয়ার সংক্রান্ত সমস্যার কারণে যাত্রীদের উড়োজাহাজ থেকে নেমে যেতে বলেন কর্মকর্তারা। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই উড়োজাহাজে থাকা ১৭৩ যাত্রী ও ছয় ক্রু সদস্য সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। একজন সামান্য আহত হন।
ফ্লাইটটি ডেনভার থেকে মায়ামি যাচ্ছিল। রানওয়েতে অবস্থানের সময় এতে সমস্যা দেখা দেয়। মার্ক সুর্কিস নামে এক যাত্রীর শেয়ার করা ভিডিওর বরাত দিয়ে সিবিসি জানায়, ঘটনার সময় যাত্রীরা স্লাইড ব্যবহার করে উড়োজাহাজ থেকে নেমে আসেন। তখন উড়োজাহাজের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছিল।
সিবিসিকে মার্ক সুর্কিস বলেন, ঘটনাটি ঘটে উড়োজাহাজ উড্ডয়নের আগ মুহূর্তে। বিমানটি যখন গতি বাড়াচ্ছিল, তখনই আমরা একটি বিকট শব্দ শুনতে পাই।
ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের একটি বাসে করে টার্মিনালে নেওয়া হয়। ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। আর আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের আগে উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি সমস্যার মুখে পড়ে। এটি চাকা সংশ্লিষ্ট।