সাত দাবিতে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১২:৪৮ অপরাহ্ন

সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

 

এতে ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ৷


 

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম আবাসন সংকটে ভুগছে। এ সমস্যা সমাধানে নতুন হল নির্মাণের প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। ক্যাম্পাসের মাঠজুড়ে এখনো অস্থায়ী আদালত দখল করে আছে, যা ছাত্রদের চলাফেরার স্বাধীনতা ও ক্যাম্পাসের পরিবেশকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে অস্থায়ী আদালত অপসারণ ও নতুন হল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।

 


শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো-

১. শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে পর্যাপ্ত আবাসনের নিশ্চয়তা।

২. স্থায়ীভাবে আবাসন সংকট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণ।

৩. প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত বিকল্প আবাসন ও ভর্তুকির ব্যবস্থা।

৪. ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী আদালত অবিলম্বে সরিয়ে নেওয়া।

৫. ঢাকা আলিয়া মাঠ উন্মুক্ত করে শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য ব্যবহারের উপযোগী করা।

৬. মাঠ ও স্থাপনা দখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা।

৭. এসব দাবি বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা ঘোষণা ও তা ছাত্রসমাজের সামনে উপস্থাপন।


 

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিলসহকারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অভিমুখে যাত্রা করে।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]