
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান ও প্রভাবশালী রাজনীতিক প্রফেসর ড. ইয়াসিন আকতাই।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে উম্মাহর বর্তমান অবস্থা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন দলটির নেতারা। ড. ইয়াসিন আকতাই একসময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মুসলিম বিশ্বের ঐক্য, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে পরিচিত একজন কণ্ঠস্বর।
সাক্ষাতে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও গভীর করতে আশাবাদ ব্যক্ত করেন।