বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের খোঁজ নিতে গেলেন ড. ইউনূস, চিকিৎসা নিশ্চিতে নির্দেশ

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে শনিবার (২৬ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
 

রাত সোয়া ৯টায় ইনস্টিটিউটে পৌঁছান ড. ইউনূস এবং প্রায় এক ঘণ্টা পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। তিনি বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের কাছ থেকে দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন। পরিচালক জানান, বর্তমানে ৩৬ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, চিকিৎসা প্রটোকল অনুযায়ী দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি চিকিৎসকরাও কাজ করছেন।
 

ড. ইউনূস জানতে চান, চিকিৎসায় কোনো সরঞ্জাম বা ওষুধের ঘাটতি আছে কি না। উত্তরে পরিচালক জানান, সরকারের পক্ষ থেকে সব সরবরাহ করা হচ্ছে, আর কিছু বিশেষ যন্ত্রপাতি বিদেশি চিকিৎসকরা সঙ্গে এনেছেন।
 

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা স্বজনদের সান্ত্বনা দেন এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া ঘটনার দিন রোগী স্থানান্তরে অ্যাম্বুলেন্সের অভাবসহ জরুরি চিকিৎসা ব্যবস্থায় যে সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে, সে বিষয়ে দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশও দেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]