
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো এই আগ্রহের কথা জানিয়েছেন।
বুধবার ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলামের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রদূত জানান, বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের উচ্চ ট্যারিফের প্রভাব, পারস্পরিক শুল্ক হ্রাস, ব্যাংকিং সমস্যা (বিশেষ করে এলসি ইস্যু), বিনিয়োগ ও রপ্তানিতে সহায়তার বিষয়গুলো তুলে ধরেন এবং একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির রূপরেখা প্রস্তাব করেন।
এর জবাবে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক প্রধান জানান, তারা শিগগিরই বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া পাঠাবে। সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যে ঢাকায় অনুষ্ঠেয় বার্ষিক দ্বিপাক্ষিক বৈঠকে সেই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এমন সহযোগিতা দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।