
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, শুধু এনবিআরকে ভাগ করলেই কর ব্যবস্থার সমস্যা সমাধান হবে না। কাঠামোগত সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করলেই করদাতাদের আস্থা অর্জন সম্ভব হবে।
শনিবার (২৬ জুলাই) এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে আয়োজিত একটি ছায়া সংসদে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, “কর শিক্ষায় বাংলাদেশ অনেক পিছিয়ে। বাস্তবে দেশে কর শিক্ষা নামে তেমন কিছু নেই। আমরা বিষয়টিকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি, তবে তা এখনও তেমন অগ্রসর হয়নি।”
বর্তমান অডিট ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “এতে করদাতাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ালে এই পরিস্থিতি বদলানো সম্ভব। এনবিআরকে আরও নিরপেক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে হবে, যাতে কর ব্যবস্থাপনা গ্রহণযোগ্য হয়।”