বাংলা একাডেমিতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বই প্রদর্শনী শুরু

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:৩৩:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:৩৩:০২ পূর্বাহ্ন

বাংলা একাডেমিতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে চার দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন শুরু হয়েছে। শনিবার (২৭ জুলাই) বেলা ১১টায় একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন।
 

বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আয়োজনে ১৯৭১ পরবর্তী জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এটি চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।
 

ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলার বিক্রয়কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব মো. সেলিম রেজা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]