গ্রিসের সৈকতে ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:১৫:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:১৫:০৮ পূর্বাহ্ন

গ্রিসের অ্যাথেন্সের বলিভার সৈকতে এক ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার ঘটনা ঘটিয়েছেন এক সিরীয় নাগরিক। ইসরাইলি পর্যটক স্টাভ বেন-সুসান অভিযোগ করে বলেন, ঘটনাটি ঘটে যখন এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ‘ফ্রি ফিলিস্তিন’ ও ‘ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দেন।
 

বিতর্কের একপর্যায়ে ওই ব্যক্তি বালু ছুড়ে মারলে ইসরাইলি পর্যটক তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। কিন্তু এক ঘণ্টা পর, বাথরুম থেকে বের হওয়ার পর, সিরীয় নাগরিক ফের তাদের কাছে এসে তার স্ত্রীর ওপর হামলা করতে উদ্যত হলে বাধা দিতে গেলে তিনি আক্রান্ত হন এবং তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলা হয় বলে দাবি করেন বেন-সুসান।
 

চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ঘটনাটির পর উল্টো ওই ইসরাইলিকেই পুলিশ আটক করে, কারণ তিনি সিরীয় ব্যক্তিকে ঘিরে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন।
 

ঘটনাটি জাতিগত উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংঘাতের ছায়া আন্তর্জাতিক পর্যটন এলাকায়ও ছড়িয়ে পড়ার নতুন এক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
 

সূত্র: টাইমস অব ইসরাইল

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]