ব্যাংক খাত দুর্বল, ৮০% অর্থ তুলে নেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৩৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৩৯:১৫ পূর্বাহ্ন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের ব্যাংক খাত থেকে ৮০ ভাগ টাকা তুলে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, এই খাতকে স্থিতিশীল করতে হলে এখন অন্তত ৩৫ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার প্রয়োজন। এই বিপুল অর্থ দরকার হবে ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে।


তিনি বলেন, “আমরা আইএমএফকে বলেছি—এই অর্থ কোথা থেকে আসবে? অর্থনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু বাস্তবতা হলো, দেশে ভালো প্রতিষ্ঠান বললেই চলে না।”


শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান রচিত বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর।


অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ টাকা। গতকাল এক বড় ব্যবসায়ী আমার সামনেই এই তথ্য দিয়েছেন। দেশের কোথাও কোনো সুশাসন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশেও কোনো পরিবর্তন হয়নি।”


তিনি আরও বলেন, “রাতারাতি সংস্কার সম্ভব নয়, এজন্য সময় লাগবে। তবে গণতন্ত্র চর্চা ছাড়া বসে থাকাও যাবে না। আবার জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তাই আর কোনো দেরি না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। জনগণের প্রতিনিধিদের সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।”
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]