নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৩৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৩৭:৩৮ অপরাহ্ন

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা ভারি বর্ষণ চলছে। এর ফলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে এবং আগামী তিন দিনের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে করে নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে।
 

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলাগুলোতে নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সরদার উদয় রায়হান। তিনি জানান, সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপজনিত জলোচ্ছ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
 

একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। শনিবার রাত ১টা পর্যন্ত জারি থাকা সতর্কতায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সতর্কতা ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, খুলনা, বরিশালসহ ১১টি জেলার জন্য প্রযোজ্য।
 

রোববার সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে বজ্রসহ ভারি বৃষ্টির প্রবণতা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
 

নদীবন্দর ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]