টেস্টে রিকি পন্টিংকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৩২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৩২:২১ অপরাহ্ন

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলার পথে তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিংকে।
 

এই ইনিংস শেষে ১৫৭ টেস্টে ৩৮টি সেঞ্চুরি ও ৬৬টি ফিফটির সাহায্যে জো রুটের রান দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০৯। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার, যার রান সংখ্যা ১৫ হাজার ৯২১।
 

এতদিন দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং ১৬৮ টেস্টে ৪১টি সেঞ্চুরিতে করেছিলেন ১৩ হাজার ৩৭৮ রান। তিনি এখন নেমে গেছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩,২৮৯ রান)।
 

রিকি পন্টিংকে টপকে ইতিহাস গড়ার পর জো রুটকে অভিনন্দন জানাতে ভুল করেননি তার সমসাময়িক খেলোয়াড়রাও। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম টুইটারে লেখেন, “একজন সত্যিকারের সুপারস্টার।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]