
পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হাদিস (৪০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে তার মৃত্যু হলে উত্তেজিত লোকজন বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের বাসিন্দা হলেও বেড়ার তারাপুরে শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, গ্রামে একটি পুরনো ও একটি নতুন মসজিদ রয়েছে। কিয়াম পাঠ নিয়ে মতবিরোধের জেরে কয়েক বছর আগে নতুন মসজিদ নির্মাণ করা হয়। সম্প্রতি নতুন মসজিদের বারান্দা নির্মাণের সময় পুরনো মসজিদের পক্ষ বাধা দিলে শুক্রবার উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে হাদিস গুরুতর আহত হন এবং শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেয় এবং ভাঙচুর চালায়।
বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি স্বাভাবিক করে। ইতোমধ্যে এ ঘটনায় সেলিম নামের একজনকে আটক করা হয়েছে।