যুক্তরাষ্ট্রের তদন্তে হামাসের বিরুদ্ধে ত্রাণচুরির প্রমাণ মেলেনি

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:৪৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:৪৪:১৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র সরকারের অভ্যন্তরীণ এক বিশ্লেষণে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের দ্বারা যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত মানবিক ত্রাণ সামগ্রী চুরি বা লুটের কোনো পদ্ধতিগত প্রমাণ পাওয়া যায়নি। এই তথ্য রয়টার্স ও সিএনএন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।


তদন্তটি পরিচালনা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (USAID) একটি শাখা এবং এটি গত জুনের শেষদিকে সম্পন্ন হয়। সেখানে ১৫৬টি সম্ভাব্য ত্রাণচুরি বা হারানোর ঘটনা খতিয়ে দেখা হয়। কিন্তু কোনোটিতেই হামাসের পক্ষ থেকে উপকার পাওয়ার বা সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানায় দুটি সংবাদমাধ্যমই।


তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, হামাসের ত্রাণ লুটের "অসংখ্য ভিডিও প্রমাণ" রয়েছে। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো ভিডিও ফুটেজ উপস্থাপন করেননি।


সিএনএন আরও জানায়, এই তদন্তের ফলাফল ইতোমধ্যে পররাষ্ট্র দফতরের মধ্যপ্রাচ্য শাখাসহ কিছু কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তবে তা ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি নিউজ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]