সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে লাখ টাকার পণ্য জব্দ

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৮:৩৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৮:৩৬:০৭ অপরাহ্ন
সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ৫ লাখ ৬৪ হাজার টাকা।

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর এবং হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মজুমদার খাল ও চৌরঙ্গীর মাঠ থেকে ৫০ বোতল ভারতীয় মদ, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির মোড় থেকে শাড়ি ও বোরকা এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সবুর পার্কিং এলাকা থেকে পুরোনো মোবাইল জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল দখলের মোড় থেকে ৯৬ বোতল ভারতীয় মদ ও ভাদিয়ালী থেকে ঔষধ জব্দ করে। মাদরা বিওপির আভিযানিক দল আমবাগান থেকে শাড়ি ও আগরবাতি, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সুলতানপুর পাকা রাস্তা থেকে ঔষধ জব্দ করে। এছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা আমবাগান থেকে পুরোনো মোবাইল এবং চান্দুড়িয়া বিওপি শাড়ি জব্দ করে।

তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করতে স্টোরে জমা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]