এশিয়া কাপ ২০২৫: সেপ্টেম্বরেই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৭:০৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৭:০৭:০৪ অপরাহ্ন

এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।
 

তিনি জানান, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই আসর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও বিবেচিত হচ্ছে। এবারের আসরে অংশ নেবে ৮টি দল—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। থাকবে গ্রুপ পর্ব, সুপার ফোর এবং ফাইনাল।
 

মূলত ভারতেই আয়োজনের কথা থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে।

উল্লেখ্য, ইতোমধ্যে এসিসির ঢাকায় অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]