বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬, আশঙ্কাজনক ৪ জন

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৭:০৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৭:০৩:৩০ অপরাহ্ন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনো ৩৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আশঙ্কাজনকদের আইসিইউতে রাখা হয়েছে। ভর্তি থাকা রোগীদের মধ্যে ৯ জন সিবিআর ক্যাটাগরিতে আছেন, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

এদিন ১২ বছর বয়সী দুই শিক্ষার্থী রাফসি ও আয়ান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহে আরও ১০ জনকে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

চিকিৎসায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডা. নাসির জানান, চিকিৎসা সামগ্রী ও ওষুধ আগেভাগেই সংগ্রহ করে রাখা হয়েছে যাতে কোনো ঘাটতি না হয়।

২১ জুলাই সংঘটিত এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]