ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে দুই শতাধিক এমপি’র চিঠি

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৫:৫৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৫:৫৭:০৪ অপরাহ্ন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্য সরকারের প্রতি চাপ বাড়াচ্ছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। এ বিষয়ে একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন ২২১ জন এমপি।
 
চিঠিতে বলা হয়, ‘আমরা বুঝি যে যুক্তরাজ্য এককভাবে একটি মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে দিতে পারে না, তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সেই বিবেচনায় আমরা আপনাদের এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
 
এমপিরা চিঠিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাজ্য সরকার কখন ও কীভাবে এগোবে, সে বিষয়ে একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরতে আরও আহ্বান জানিয়েছেন।
 
দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য সরকার ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নীতিগত সমর্থন দিয়ে এলেও এখন পর্যন্ত তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
 
সম্প্রতি ফ্রান্স ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তবে এই পদক্ষেপে যুক্তরাজ্য এখনই ফ্রান্সের পথে হাঁটবে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
 
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর স্টারমার জানিয়েছেন, বিষয়টি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হওয়া উচিত, যাতে ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তিনি আরও বলেন, তার সরকার ও মিত্ররা এ বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]