আল আকসার খতিবকে মসজিদের ভেতর থেকে গ্রেপ্তার করল দখলদার ইসরায়েল

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৫:২০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৫:২২:১৪ অপরাহ্ন
জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং মসজিদুল আকসার খতিব শাইখ মোহাম্মদ হুসাইনকে গতকাল (২৫ জুলাই) শুক্রবার জুমার নামাজের পর মসজিদের চত্বর থেকেই গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের ইসলামি ওয়াকফ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
 
ওয়াকফ বিভাগের ভাষ্য অনুযায়ী, জুমার খুতবা শেষ হওয়ার পরপরই ইসরায়েলি পুলিশ মসজিদুল আকসায় প্রবেশ করে শাইখ হুসাইনকে ধরে নিয়ে যায়।
 
ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, জুমার খুতবায় মুফতি শাইখ হুসাইন গাজায় চলমান অবরোধ ও পরিকল্পিত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন। খুতবা শেষ হতেই দখলদার বাহিনী মসজিদের সাউন্ড সিস্টেম কক্ষে হানা দিয়ে তাঁকে আটক করে।
 
ওই সময় ইসরায়েলি পুলিশের একটি বিশেষ দল মসজিদের নিরাপত্তা প্রধান ও পরিচালক শাইখ ওমর আল কাশওয়ানির কক্ষেও অভিযান চালায়।
 
জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের পথেও নানা বাধা সৃষ্টি করে দখলদার বাহিনী। অনেক তরুণকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, কেউ কেউকে আটকে রাখা হয় বলে জানিয়েছে ‘ওয়াফা’।
 
প্রতিবারের মতো এবারও শুক্রবারে মুসল্লিদের মসজিদুল আকদায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। পশ্চিম তীরের হাজারো ফিলিস্তিনিকে জেরুজালেমে প্রবেশ এবং মসজিদে নামাজ পড়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
 
সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]