
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, এই বৈঠক এতদিনে না হওয়ায় দুঃখও প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউস থেকে স্কটল্যান্ডের উদ্দেশে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটি হতে চলেছে, তবে এটি তিন মাস আগে হওয়া উচিত ছিল।” তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “এটি হতে চলেছে।”
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনের লক্ষ্যে তিনি পুতিন ও ট্রাম্পকে ইস্তাম্বুলে এক টেবিলে বসানোর চেষ্টা করছেন। এরদোগান বলেন, “এ সপ্তাহে, পুতিন এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করে আমরা চেষ্টা করব যে আমরা ইস্তাম্বুলে এই নেতাদের একত্রিত করতে পারি কিনা।”
এদিকে, বুধবার মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা ইস্তাম্বুলে তৃতীয় দফা বৈঠক করেন। সেখানে উভয় পক্ষ শান্তি প্রক্রিয়ার অগ্রগতির লক্ষ্যে প্রস্তাব বিনিময় করে। ইউক্রেন আগস্টের শেষ দিকে শীর্ষ পর্যায়ের সম্মেলনের প্রস্তাব দেয়। তবে ক্রেমলিন জানিয়েছে, পুতিন-জেলেনস্কির বৈঠক কেবল তখনই সম্ভব, যখন একটি চূড়ান্ত শান্তি চুক্তি প্রস্তুত হবে।