টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:১২:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:১২:৪৯ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কারখানা এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাত ২টা ৩০ মিনিটে হঠাৎ করে তুলার গোডাউনে আগুন লাগে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিস জানায়, তুলার দাহ্য উপাদান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]