কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের দ্বিতীয় দিনে থাইলোন্ডে সামরিক আইন জারি

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:৫২:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:৫২:৩৫ পূর্বাহ্ন

কম্বোডিয়ার সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের দ্বিতীয় দিনে শুক্রবার থাইল্যান্ডের সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের সেনাবাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচারট সাপরাসার্ট একটি বিবৃতিতে জানান, “চনথাবুরি প্রদেশের সাতটি জেলা এবং ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন কার্যকর থাকবে।”
 

থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের প্রায় ৩০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
 

দীর্ঘদিন ধরে চলা দুই দেশের সীমান্ত বিরোধ গত বৃহস্পতিবার হঠাৎ এক তীব্র সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৫ জন থাই নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
 

উল্লেখ্য, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এ এলাকায় কয়েক দফা সংঘর্ষ ঘটেছিল, যার ফলে অন্তত ২৮ জন নিহত ও ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]