সিলেটের জালালাবাদে শুরু হলো আমেরিকা-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:৪৩:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:৪৩:৫৬ পূর্বাহ্ন
বাংলাদেশ সেনাবাহিনী ও আমেরিকার প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (TL)-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমেরিকার প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার। এই যৌথ অনুশীলনটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং আমেরিকার নেভাডা ন্যাশনাল গার্ডের সমন্বয়ে পরিচালিত হচ্ছে, যা চলবে আগামী ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত, মোট ৬ দিন।
 
এ অনুশীলনে অংশ নিচ্ছেন আমেরিকার নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য।
 
উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]