
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে টাইগারদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে তারা। প্রথম দুই ম্যাচ হারলেও বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের শেষ ম্যাচে ৭৪ রানের জয় পেয়েছে সফরকারীরা।
মাস দুয়েক আগে লাহোরের গাদ্দাফি সেটডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার ঢাকায় তাদের বিপক্ষে সিরিজ জিতে প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিল টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে দুই মাসের ব্যবধানে দুটি সিরিজ খেলার পর এ নিয়ে একটি মূল্যায়ন বার্তা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ৬টি টি-টোয়েন্টি খেলে কী শিখল তার দল।
গত মে মাসে পাকিস্তান দলের কোচের দায়িত্ব নেন মাইক হেসন। এখন পর্যন্ত এ দুটি সিরিজেই দায়িত্ব পালন করেছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই সিরিজ নিয়ে হেসন লিখেছেন, ‘বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা অবস্থায় আমাদের খেলোয়াড়দের মধ্যে গভীরতা ও প্রতিযোগিতা তৈরি করতে হবে। পাশাপাশি এমন একটি ক্রিকেট স্টাইল খেলতে হবে, যা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আরও ধারাবাহিকতা দিতে পারে, বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট।’
লাহোরে বাংলাদেশের বিপক্ষে খেলা তিন ম্যাচেই ভালো রান করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই ১০১ রান করে করেছিল তারা। তৃতীয় ম্যাচেও করেছিল ১৯৬ রান। তবে মিরপুরে এসেই যেন দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ। তিন ম্যাচের রান যথাক্রমে ১১০, ১২৫ ও ১৭৮।