দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১২:৩৭:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:৪৭:০৭ পূর্বাহ্ন
নাটোর-ঢাকা মহাসড়কের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রেদওয়ান হোসেন মিম (১৭) ও মোহাম্মদ আলী (৬৫)।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবির হোসেন সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের লাকি মেম্বারের ছেলে। আর আহত রেদওয়ান বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের শেখ তোফাজ্জল হোসেনের ছেলে এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, রাত সাড়ে ৭টার দিকে মোহাম্মদ আলী এবং আবির দু'জনে মোটরসাইকেল যোগে দত্তপাড়া থেকে নাটোর শহরে ফিরছিলেন। একই সময় নাটোর শহর থেকে দুই কিশোর রেদওয়ান এবং সাকলাইন বড়াইগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আলী, আবির ও রেদোয়ান মিম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]