সাভারে চামড়া চোর চক্রের দুই সদস্য আটক, ১৬ বান্ডেল উদ্ধার

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৭:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৯:০০ পূর্বাহ্ন
সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প নগরী থেকে রপ্তানির জন্য প্রস্তুতকৃত ১৬ বান্ডেল চুরি হওয়া পশুর চামড়া উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ৬ জুলাই সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী এলাকার মেসার্স রাইসা লেদার এর প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১৫হাজার স্কয়ার ফিটের ১৬ বান্ডেল পশুর চামড়া চুরি হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জোনায়েদ হোসেন পলাশ সাভার মডেল থানায় চুরির মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চামড়া শিল্প নগরী এলাকা হতে মো. রাসেলকে(৩৫) গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মো. জাহাঙ্গীর আলমকে (৫৮) রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে গ্রেফতারসহ তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]