উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০; সরকারি তালিকা প্রকাশ

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৭:০২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৭:০২:২৪ অপরাহ্ন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। দুর্ঘটনায় আহত অবস্থায় এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন।
 
শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।
 
তিনি বলেন, নিহতদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে, ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং একজন ইউনাইটেড হাসপাতালে।
 
বর্তমানে চিকিৎসাধীন ৫০ জনের মধ্যে বার্ন ইনস্টিটিউটে রয়েছেন ৪০ জন, সিএমএইচে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে রয়েছেন একজন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]