উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৫৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৫৩:২৪ অপরাহ্ন
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার (২৫ জুলাই) দেশের সকল মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
 
বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই দোয়া ও প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়।
 
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্নতা রয়েছে। আইএসপিআর ৩১ জনের মৃত্যুর তথ্য দিলেও স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে নিহতের সংখ্যা ৩৩ উল্লেখ করা হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]