শেরপুর সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৪৯:১৭ অপরাহ্ন
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।
 
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১টার দিকে উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়।
 
আটকদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৫ জন নারী, ৮ জন কিশোর-কিশোরী এবং ৩ জন শিশু রয়েছে। তারা মোট ৬টি পরিবারের সদস্য।
 
বিজিবি জানায়, এসব রোহিঙ্গা ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু-কাশ্মীরে হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিল। এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে, এবং রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হলে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়।
 
৩৯ বিজিবির অধিনায়ক জানান, আটক রোহিঙ্গাদের যাচাই-বাছাই চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
 
উল্লেখ্য, চলতি মাসের ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়েও বিএসএফ ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]