ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে রাইসা মনির দাফন সম্পন্ন

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:২১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৪:২২:৩৯ অপরাহ্ন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনিকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন করা হয়েছে।
 

শুক্রবার (২৫ জুলাই) সকালে বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে বাজড়া কবরস্থানে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সিআইডির ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে রাইসাসহ আরও চারজনের মরদেহ শনাক্ত করা হয়।

রাইসার পরিবার জানায়, নিহতদের তালিকায় নাম না থাকায় প্রথমে কোনো খোঁজ মেলেনি। পরে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়ার পর রাতেই মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
 

মাত্র ১১ বছর বয়সী রাইসা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং অন্তত ৬৯ জন আহত হয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]